টাস্ক ম্যানেজার প্রোজেক্ট

MongoDB ব্যবহার করে টাস্ক ডেটা স্টোর করা শিখে নেয়ার মাধ্যমে আপনি শিখতে পারবেন কীভাবে MERN দিয়ে টাস্ক ম্যানেজার প্রজেক্ট তৈরি করা যায়। টাস্ক ডেটা ম্যানেজমেন্ট এর জন্য Node.js ও Express.js দিয়ে কীভাবে ব্যাকএন্ড হ্যান্ডেল করতে হয়, React.js দিয়ে কীভাবে ফ্রন্টএন্ড ম্যানেজ করতে হবে সবকিছু হাতে কলমে লাইভে শেখানো হবে এই প্রজেক্ট এর মাধ্যমে।
কোন কোন ট্যুল ব্যবহার করা হবে?

MongoDB
.png)
Expree.js

React.js

Node.js