ইনভেন্টরি ম্যানেজমেন্ট
প্রোজেক্ট এর ৩য় সেকশনে আমরা চেষ্টা করবো আপনাদের লারাভেল ডেভেলপমেন্ট এর দুনিয়া আরেকটু এক্সপ্লোর করার। কীভাবে? আমরা আপনাকে শিখাবো লারাভেল ব্যবহার করে কীভাবে তৈরি করবেন ফুল ফাংশনাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। কী কী শিখতে পারবেন আপনারা? - রাউটিং, কন্ট্রোলার, ভিউস এবং মাইগ্রেশনসহ লারাভেল এর সকল বেসিক বুঝে কীভাবে শুরু করবেন এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট এর কাজ। - লারাভেল এর পাওয়ারফুল Eloquent ORM ব্যবহার করে কীভাবে ডেটাবেস ডিজাইন করবেন এবং ডেটাবেস এর সাথে ইন্টারেক্ট করবেন। - কীভাবে ইনভেন্টরি আইটেম রিপ্রেজেন্ট করার জন্য মডেল তৈরি করবেন এবং কীভাবে CRUD অপারেশন পারফর্ম করাবেন। - Bootstrap অথবা Tailwind CSS - যেকোনো CSS ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কীভাবে ইউজার ইন্টারফেইজ ভিজ্যুয়ালি আরও সুন্দর ও রেসপন্সিভ করবেন। - ইউজার অথেন্টিকেশন ও অথরাইজেশন কীভাবে নিশ্চিত করবেন। - Reliability ও Stability নিশ্চিত করার জন্য কীভাবে এপ্লিকেশন টেস্ট করবেন।
Laravel
MySQL
PostgreSQL